Home » প্রধান খবর » প্রেমিকের সঙ্গে হলো জলির বাগদান

প্রেমিকের সঙ্গে হলো জলির বাগদান

বিনোদন ডেস্ক, নিউটার্ন.কম ১৮ মে : ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে চিত্রনায়িকা জলির প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ বছরের। অবশেষে দুজনে সিদ্ধান্ত নিলেন বিয়ের। সম্মতি এসেছে দুই পরিবার থেকে। সেই সূত্রে ১৬ মে পারিবারিকভাবে বাগদান হয়ে গেল তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন জলি।

তিনি জানান, হবু বর আরাফাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। বাগদান হলেও বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

জলি বলেন, ‘আমাদের সম্পর্ক পাঁচ বছরের পুরনো। তখনও আমি নায়িকা হইনি। তবে এখনও আমি তার কাছে সাধারণ হিসেবেই আছি। ভালোবাসার মানুষটির সঙ্গে বিয়ে হচ্ছে, এটা আমার জন্য আনন্দের বিষয়। দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের তারিখ চূড়ান্ত করবো শিগগিরই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জলি ২০১৬ সালে ‘অঙ্গার’ দিয়ে অভিষেক হওয়ার পর ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির মাধ্যমে ভালোই পরিচিতি পেয়েছেন জাজ ঘরানার এই উঠতি নায়িকা। এরসঙ্গে বিজ্ঞাপনেও ঝলক দেখিয়েছেন জলি। ‘ডেঞ্জার জোন’ নামের একটি ছবি এখন মুক্তির অপেক্ষায় তার।

নিউটার্ন.কম/এআর

0 Shares