Home » জাতীয় » সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন

 

নিউটার্ন ডেস্ক

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন।

তিনি সকাল ৭:৪৫ মিনিটে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ।

গত ২৭ জুন সিএমএইচ-এ ভর্তি করা হয় হুসেইন মুহাম্মদ এরশাদকে।

গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত দুইদিন ধরে তার কোন অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দিচ্ছিল না।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এরশাদের জন্ম ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়।

0 Shares