Home » জাতীয় » হাকিমপুর সিআইজি পুরুষ (ফসল)সমবায় সমিতির নিবন্ধন পাওয়ায় আলোচনা সভা

হাকিমপুর সিআইজি পুরুষ (ফসল)সমবায় সমিতির নিবন্ধন পাওয়ায় আলোচনা সভা

 

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধিঃ দেবীগঞ্জ উপজেলার দ-পাল ইউনিয়নে হাকিমপুর সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতি লিঃ নিবন্ধন নং-১৭ ও কৃষি সরঞ্জামে ৭০% ভূর্তকি পাওয়ায় সোমবার বিকালে হাকিমপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দ-পাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল ।
আরোও বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল,ইউপি সদস্যদ্বয় রহিমা আকতার ও আব্দুর সালাম, হাকিমপুর সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতি লিঃ এর সভাপতি অবায়দুল আসলাম ও সাধারণ সম্পাদক মণি ভূষণ প্রমুখ।
এছাড়াও সমিতির সকল সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।